অস্ট্রেলিয়া ৪ – ০ গোলে বাংলাদেশকে হারাল


শুক্রবার,০৪/০৯/২০১৫
602

খবরইন্ডিয়াঅনলাইনঃ    বিশ্বকাপ-২০১৮ এর এর বাছাই পর্বের খেলায় বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পার্থের এনআইবি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি।

রক্ষণাত্মক কৌশলে খেললেও গোল দেওয়া থেকে অস্ট্রেলিয়াকে বিরত রাখতে পারছে না মামুনুল বাহিনী। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রথম ৮ মিনিটে দুই গোল করেছে অস্ট্রেলিয়া। ৫ মিনিটে লেকির গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন রজিচ। খেলার ২০ মিনিটে রজিচ করেছেন ব্যক্তিগত দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোল। আর ২৯ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ গোলটি করেছেন বার্নস।

তাই চারবার বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু গোল পোস্ট পাহাড়া দেওয়ার নীতিতেও সফল হতে পারেনি বাংলাদেশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট