পূর্ণেন্দু চক্রবর্তীঃ বাবা রঘু নন্দী। পুলিশ এসি’র কোচ। ছেলে রাজদীপ নন্দী। এরিয়ান ক্লাবের কোচ। দুটি দলই কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন ‘ এ ‘ গ্রুপে খেলে। কিন্তু মজার ব্যাপার হল পুলিশ ও এরিয়ানের খেলার দিন চিহৃত হবে বাবার সঙ্গে ছেলের লড়াই। কোন দল হারবে, আর কোন দল জিতবে তা নিয়ে টানাপোড়েন চলছে ময়দানে। বাবা রঘু আবার এরিয়ান ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর। ছেলে রাজদীপকে কী টিপস দেন শেষ মুহূর্তে সেটাও দেখার বিষয়। কিন্তু হারজিতের মধ্যে না গিয়ে বাবা ও ছেলে একই জায়গায় থেকে যাওয়ার ছকে খেলার ফলাফলে কোনও হেরফের হবে না। টেবিলের আলোচনায় হয়তো সেই কথা বলবে।
সময়ের অপেক্ষা। সৌজন্যেঃ দৈনিক স্টেটসম্যান।
বাবা – ছেলে কোচ
বুধবার,০২/০৯/২০১৫
625