কাদের সিদ্দিকী রাষ্ট্রপতির সাথে বৈঠক করলেন


রবিবার,৩০/০৮/২০১৫
629

খবরইন্ডিয়াঅনলাইনঃ     রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

রবিবার রাতে নয়াদিল্লির প্রেসিডেন্ট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে একই স্থানে ও শুক্রবার দুপুরে প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেন কাদের সিদ্দিকী।

শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং , বিভিন্ন দল ও সরকারের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

দিল্লি থেকে কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমদ জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও প্রণম মুখার্জির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর তারা বাংলাদেশে ফিরবেন।

প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির স্ত্রীর শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে কাদের সিদ্দিকী ২৭ আগস্ট ঢাকা ত্যাগ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট