বিকাশ সাহাঃ প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হল কেন? তার জবাব চাইতে উত্তর দিনাজপুর জেলায় ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হল এসএফআই ও ডিওয়াইএফআই। এদিন শনিবার দুপুরে রায়গঞ্জ, ইটাহার, ইসলামপুর ও করণদীঘিতে প্রতিবাদ মিছিল করার পাশাপাশি ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় অবরোধ করে এসএফআই ও ডিওয়াইএফআই। মিছিলে নেতৃত্বদের স্লোগানে উঠে আসে ২৭ লক্ষ বেকার যুবক যুবতিদের হয়রানীকারী শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চাই। কিছু সময় পরে পুলিশি হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায়।
প্রশ্নপত্র ফাঁসের জবাব চাইতে উত্তর দিনাজপুরে ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ
শনিবার,২৯/০৮/২০১৫
572