খবরইন্ডিয়াঅনলাইনঃ ধর্মঘটের বিরুদ্ধে আরও একবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বামেদের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলার মানুষ বনধ মানে না৷ রাজ্যের মানুষ বনধের মোকাবিলা করবে৷
এদিকে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পালটা সুর চড়িয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের চ্যালেঞ্জ, আগামী ২ সেপ্টেম্বর নতুন ইতিহাস তৈরি হবে৷ ধর্মঘট নিয়ে চ্যালেঞ্জ-পালটা চ্যালেঞ্জে চরছে উত্তেজনার পারদ ,বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযানকে ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা। আন্দোলনকারী ও পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ৷ বৃহস্পতিবারের ঘটনা থেকে বামেরা বাড়তি অক্সিজেন খুঁজে পেয়েছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত৷ আর এই অক্সিজেনকে কাজে লাগিয়েই আগামীদিনে তাঁরা যে জঙ্গি আন্দোলনের পথে নামতে চলেছে এ দিন তা কার্যত বুঝিয়ে দেন সূর্যকান্ত মিশ্র৷
বুধবারের সাধারণ ধর্মঘটের ডাককে ঘিরে যে ভাবে পারদ চড়তে শুরু করেছে, তাতে সে দিন ধর্মঘট বনধের চেহারা নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ৷ তেমনটা হলে আরও একটা কর্মনাশা দিন কাটাতে বাধ্য হবে রাজ্যবাসীকে৷ ( ছবিঃ ওয়েবসাইট)।