নবান্ন অভিযানে মিছিলের উপর আক্রমণের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের ধিক্কার মিছিলের


শুক্রবার,২৮/০৮/২০১৫
648

 বিকাশ সাহাঃ   নবান্ন অভিযানে বামপন্থী কৃষক মিছিলের উপর তৃনমূল সরকারের পুলিশের সংগঠিত অমানবিক আক্রমণের প্রতিবাদে এদিন শুক্রবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক সহ জেলার বিভিন্ন ব্লকে বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।
এদিন বামফ্রন্টের জেলা নেতা তথা সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল জানান, স্বৈরাচারীদের অত্যাচার যতই বাড়ছে প্রতিবাদ প্রতিরোধের মিছিল ততই লম্বা হচ্ছে। ২রা সেপ্টেম্বরের পর থেকে আরও বৃহত্তর আন্দোলনের সাক্ষী থাকবে উত্তর দিনাজপুর জেলা।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট