চাকরী পাইয়ে দেবার প্রতারণা চক্রের দুই পাণ্ডা গ্রেপ্তার রায়গঞ্জে


বৃহস্পতিবার,২৭/০৮/২০১৫
566

বিকাশ সাহাঃ    চাকরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মালদা ও বালুরঘাটের দুই যুবককে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের ৯ নম্বর গৌরিপুর গ্রাম পঞ্চায়েতের ননিপুর গ্রামের দুই যুবককে প্রাথমিক শিক্ষক পদে চাকরী পাইয়ে দেবার নাম করে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় মালদার বাসিন্দা মহম্মদ মনিরুল ও বালুরঘাটের বাসিন্দা প্রবীর হাজরা। এদিন পুনরায় ননিপুর গ্রামে মনিরুল ও প্রবীর এলে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রামবাসীরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। গ্রাম বাসীদের অভিযোগ চাকরী পাইয়ে দেবার অজুহাতে রাজ্যের নেতা মন্ত্রীদের নাম করে তাঁরা গ্রামের যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ কষেছে। গ্রামবাসীরা দুজনকেই আটক করে রায়গঞ্জ থানায় খবর দেয়। রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে ধৃতদের গ্রেপ্তার করে।
স্থানীয় তৃনমূল নেতা রেজাউল হক বলেন, রাজ্যের নেতা মন্ত্রীর নাম করে চাকরী পাইয়ে দেবার নামে বহিরাগত প্রতারণা চক্র টাকা তুলছে। রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছে এরা।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট