বিকাশ সাহাঃ সাফাইকর্মীদের কাজ হরিজন সাফাইকর্মীদের অবিলম্বে দিতে হবে, দীর্ঘ চার বছর যাবত যে সাফাইকর্মীরা কাজ করেছিল তাঁদের অবিলম্বে নিয়োগ করা সহ ৩ দফা দাবীর ভিত্তিতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিল উত্তর দিনাজপুর সাফাইকর্মী হরিজন সমিতি। এদিন বৃহস্পতিবার দুপুরে সংগঠনের শতাধিক মহিলা পুরুষ সুপারের ঘরের সামনে বিক্ষোব দেখানোর পর ডেপুটেশন দেন। এদিনের ডেপুটেশন ও বিক্ষোব সমাবেশে উপস্থিত ছিলেন সমিতির জেলা সভাপতি গৌতম বাঁশফোঁড়, সম্পাদক মিঠুন বাঁশফোঁড় সহ প্রমুখ।
উত্তর দিনাজপুর সাফাইকর্মী হরিজন সমিতির সম্পাদক মিঠুন বাঁশফোঁড় বলেন, হাসপাতালের কর্তব্যরত সাফাইকর্মীদের সরিয়ে দিয়ে বহিরাগতদের নেওয়া হচ্ছে। সুইপারের কাজ সুইপারদেরকেই দিতে হবে অন্যদের ঢোকানো চলবে না। মৃত কর্মীর পড়িবারের সদস্যকে স্থায়ী কাজে অবিলম্বে নিয়োগ করতে হবে। আমাদের দাবী না মানা হলে রাস্তা অবরোধ করা সহ জেলা ব্যাপী আন্দোলন সংগঠিত করবো আমরা।
কালিয়াগঞ্জ হাসপাতালে সাফাইকর্মীদের ডেপুটেশন
বৃহস্পতিবার,২৭/০৮/২০১৫
575