বিকাশ সাহাঃ করণদিঘী ও কালিয়াগঞ্জ হাসপাতালে সিজার চালু করতে হবে, চাকুলিয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে কথায় কথায় রোগীদের রেফার না করে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা সহ ৭ দফা দাবীতে এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল ভারতীয় জনতা যুব মোর্চা। যুব মোর্চার দাবী গুলির মধ্যে অন্যতম, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে সিজার ব্যবস্থা চালু করা সহ ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। কালিয়াগঞ্জের কুনোর হাসপাতালের জেনারেটর ব্যবস্থা চালু, শিশু বিশেষজ্ঞ ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। গোয়ালপোখর ব্লকের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এ এন এমদের সঠিক সময় মেনে উপস্থিত থাকতে হবে।
ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি গৌরাঙ্গ দাস বলেন, একে তো স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা তার উপর কালিয়াগঞ্জের ভেজাল সরিষার তেলের রমরমা। যার জেরে ক্যান্সার ও সম জাতীয় রোগের সৃষ্টি হচ্ছে। জেলার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে আমাদের দাবীগুলি মানা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
ভারতীয় জনতা যুব মোর্চার ডেপুটেশন রায়গঞ্জে
বুধবার,২৬/০৮/২০১৫
595