বিকাশ সাহাঃ বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে লরি ও গাসের ট্যাংকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অবরুদ্ধ হয়ে পড়ল জাতীয় সড়ক। এদিন বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। রায়গঞ্জের কসবা এলাকার বাসিন্দা বাইক আরোহী সুশান্ত মোদক ও বিপুল সরকারকে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষন অবরুদ্ধ থাকা পর পুলিশি হস্তক্ষেপে তা উঠে যায়। পুলিশ গাড়ি দুটিকে আটক করলেও চালক ও খালাশি পলাতক।
রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কে লরি ও গাসের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ
বুধবার,২৬/০৮/২০১৫
751