বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পাঞ্জিপাড়ায় জাল মদ তৈরির কারখানার হদিশ মিলল। গোপন সুত্রে খবর পেয়ে ইসলামপুর আবগারি দপ্তর অভিযান চালিয়ে পাঞ্জিপাড়ার দেওরা গ্রামের এক ভাঙ্গাচুরা বাড়ি থেকে উদ্ধার করে ২০০০ বোতল বিদেশি জাল মদ, মদের বোতলের সিপি, বিভিন্ন নামী কোম্পানির লেবেল, ২০০ লিটার স্পিরিট ও মদ তৈরি করার বিভিন্ন সামগ্রী। যদিও জাল মদ তৈরির সঙ্গে জরিতদের গ্রেপ্তার করতে পারেনি আবগারি দপ্তর।
ইসলামপুর আবগারি দপ্তরের আধিকারিক সুমন লামা বলেন, ঘটনাস্থল থেকে কাওকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও জাল মদ তৈরির সঙ্গে জরিতদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।
উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় জাল মদ তৈরির কারখানার হদিশ মিলল
শনিবার,২২/০৮/২০১৫
608