সত্যজিৎ চক্রবর্তীঃ কলকাতার সল্টলেকে উদয়চল টুরিস্ট লজে প্রকাশিত হল শিল্পী অনিন্দিতার চট্টোপাধ্যায়ের ‘ খেলাঘর বাঁধতে লেগেছি ‘ সিডিটি। এই শুভ দিনে বিশিষ্ট সাংবাদিক এবং পরিচালক সুবর্ণ সেন ও কিরণ জিৎ দাস ( প্রডিউসার ও পরিচালক )। এই সিডিতে ৮ টি রবীন্দ্র সঙ্গীত রয়েছে, সব কটি গান শিল্পী নিজে গেয়েছেন। গানগুলি হলো ‘ আজ কমল বন, একটু ছোঁয়া লাগে ‘, ‘ আজই ধানের ক্ষেতে ‘, ‘ কবে আমি বাহির হলেম ‘, ‘ ফাগুন হাওয়ায় হাওয়ায় ‘, প্রভৃতি গানগুলি রয়েছে। সিডির নির্মাতা রাঘা মিউজিক। শিল্পী অনিন্দিতার একজন রবীন্দ্র প্রেমিক ও গায়িকা। ভ্যালেনটাইনস ডে দিনে জিপিও থেকে তাঁর কাজের জন্য ডাকটিকিট প্রকাশ করেছেন ডাক বিভাগ। ১৯৮৭ সালে বিশিষ্ট লেখিকা মৈত্রী দেবীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। গানের জগতে আসেন ১৯৮৩ সালের শুরুতে। এছাড়া বিভিন্ন জায়গা থেকে গানের জন্য অনুরোধ আসে। ছোটবেলা কেটেছে প্রকৃতির কোলে উত্তর দিনাজপুর জেলায়। নিজের জেলায় প্রথম শিল্পীর পরিচয় পান প্রথম পুরস্কারের মাধ্যমে। এই বছর দার্জিলিং জেলা থেকে বেস্ট রবীন্দ্র সঙ্গীত -এর অ্যালবামের জন্য পুরস্কার পেয়েছেন। তাছাড়া কচি কাচাদের জন্য ভিডিও অ্যালবাম প্রকাশ করেছেন, সেই খানে প্রচুর নৃত্য শিল্পীদের নিয়ে কাজ করেছেন। তিনি শুধু গাইতে ভালোবাসেন না ছোটদের নিয়ে অনেক কিছু কাজ করেছেন এবং করছেন। শ্রোতারা সিডিটি সংগ্রহে রাখতে পারেন কাজে আসবে।
অনিন্দিতার ‘ খেলাঘর বাঁধতে লেগেছি ‘ সিডি প্রকাশিত হলো
বৃহস্পতিবার,২০/০৮/২০১৫
1045