হেমতাবাদে দ্বিতীয় পক্ষের স্বামীর হাতে খুন স্ত্রী


বুধবার,১৯/০৮/২০১৫
582

বিকাশ সাহাঃ    আদিবাসী এক গৃহবধুকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠলো মৃতার  স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের উত্তর কাশিমপুরের ঠাকুরবাড়ি এলাকায়। মৃত গৃহবধূর নাম মালতী টুডু(২৭), স্বামীর নাম ধনঞ্জয় রায়(৩৫)। স্থানীয় সুত্রে জানাযায়, গত চার বছর আগে মালতী টুডুর প্রথম পক্ষের স্বামী আলমা টুডুর মৃত্যুর পর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা ধনঞ্জয়ের সঙ্গে ভাব ভালোবাসার গভীর সম্পর্ক গড়ে ওঠে। নতুন ভাবে সংসার করার স্বপ্ন নিয়ে বছর দেড়েক আগে ধনঞ্জয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হেমতাবাদের নিজ বাড়িতেই নতুন স্বামীর সঙ্গে থাকতেন মালতী। মালতী ও ধনঞ্জয় কৃষিকাজ করে সংসার চালালেও বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে অশান্তি চলছিলো। ধনঞ্জয় মদ্যপ অবস্থায় যখন তখন মালতীর গায়ে হাত তুলত। মঙ্গলবার গভীর রাতে মদ্যপ অবস্থায় ধনঞ্জয় মালতীকে বেধড়ক মারধোর করলে ঘটনাস্থলেই মারা যান মালতী। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করে ধনঞ্জয়কে। পুলিশ এদিন বুধবার মৃতদেহ রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়, সেই সঙ্গে ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।  RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট