প্রতিবাদী বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কালিয়াগঞ্জের পিরপুকুর এলাকা


শুক্রবার,১৪/০৮/২০১৫
600

বিকাশ সাহাঃ    মদ বিক্রি করতে বাঁধা দেওয়ায় এক পৌড়কে প্রানে মারার অভিযোগ উঠলো মদ বিক্রেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের পিরপুকুর এলাকার আদিবাসী পাড়ায়। স্থানীয় বাসিন্দা ও মৃতের পড়িবারের অভিযোগ, পিরপুকুর এলাকায় পানের দোকানের আড়ালে অবৈধ ভাবে মদের ব্যবসা করত গৌতম কবিরাজ। এলাকার যুবকদের কথা ভেবে গত সোমবার রাতে মদ বিক্রি করার প্রতিবাদ করে মদ বিক্রেতার রোষের মুখে পড়েন বিশ্বনাথ তুরী(৬৫)। মদ বিক্রেতা গৌতম কবিরাজ প্রতিবাদী বৃদ্ধকে প্রচণ্ড মারধোর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল, সেখান থেকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানাতরিত করা হয়। রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা চলাকালীন এদিন শুক্রবার ভোরে মারা যান ৬৫ বছরের প্রতিবাদী বৃদ্ধ। এদিন বিকেলে বিশ্বনাথ তুরীর মৃতদেহ বাড়িতে নিয়ে এলে ক্ষিপ্ত এলাকাবাসী অভিযুক্ত গৌতম কবিরাজের গ্রেপ্তারের দাবীতে মৃতদেহ আটকে রেখে কালিয়াগঞ্জ- দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোব দেখাতে শুরু করে।  ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। সেই সঙ্গে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গনেন্দ্র শঙ্কর মজুমদার ঘটনাস্থলে আসে। পুলিশ ও কাউন্সিলার মিলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর তাঁদের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। গৌতম কবিরাজ পলাতক থাকায় তার খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।  RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট