খবরইন্ডিয়াঅনলাইনঃ ইতিহাস গড়লো ‘ বজরঙ্গি ভাইজান’। মুক্তির তিন সপ্তাহের মধ্যে তিনশো কোটি টাকা আয় করে এবার আমির খানের ‘পিকে’কে টক্কর দিতে নেমেছে সলমন খান অভিনীত সিনেমাটি।
১৭ জুলাই মুক্তি পাওয়া ‘ বজরঙ্গি ভাইজান’ ইতোমধ্যেই দেশে এবং বাইরে ৫০০ কোটি টাকা আয়ের রেকর্ড গড়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মুক্তির তিন সপ্তাহ পর শুধু দেশের বাজারেই সিনেমাটির আয় হয়েছে ৩০০ কোটি।
এখন পর্যন্ত হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এক নম্বরে আছে ‘পিকে’, দেশের বাজারে যার সংগ্রহ ছিল ৩৩৭ কোটি।
বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট করে জানান, বুধবার ৫ অগাস্ট পর্যন্ত ‘ বজরঙ্গি ভাইজান’-এর আয় হয়েছে ৩০০ কোটি ৬ লাখ টাকা।
সলমন খান ছাড়াও এতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা। সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান।