বিকাশ সাহাঃ কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর। ইসলামপুরের ভুজাগাঁও গ্রামে ঘটা এই সংঘর্ষে আহত হয়েছেন মোট আট জন। এলাকাবাসী সুত্রে জানাযায়, কিছুদিনের মধ্যেই গ্রামের হাই মাদ্রাসা স্কুলে পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মতো কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি চলছিল। মঙ্গলবার রাতে হটাত করে উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে শুরু হয় হাতাহাতি। যা সংঘর্ষের চেহারা নেয়, চলে ব্যাপক বোমাবাজি। বোমাবাজির ফলে কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের মোট ৮ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি তথপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্কের মধ্যে রয়েছেন ভুজাগাঁও গ্রামের মানুষ। রাতেই আহতদের চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
কংগ্রেস ও তৃনমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর
বুধবার,০৫/০৮/২০১৫
566