কালিয়াগঞ্জের সাহেবঘাটায় খোলা হল পুলিশ সহায়তা কেন্দ্র


সোমবার,০৩/০৮/২০১৫
574

বিকাশ সাহাঃ    কালিয়াগঞ্জ শহর থেকে ১৬ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রামের মানুষের সমস্যার কথা মাথায় রেখে সাহেবঘাটায় খোলা হল পুলিশ সহায়তা কেন্দ্র। কালিয়াগঞ্জের ১০ নম্বর মালগাঁ পঞ্চায়েতের সাহেবঘাটার মানুষকে বিভিন্ন সমস্যা নিয়ে ছুটে আসতে হত কালিয়াগঞ্জ থানায়। পঞ্চায়েত ভবনের একাংশে পুলিশ সহায়তা কেন্দ্র খোলায় খুশি সাহেবঘাটার মানুষ। পুলিশ সহায়তা কেন্দ্রের দ্বারোদঘাটন করেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ডিএসপি সুজিত ঘোষ, কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায়, জেলা পরিষদের সদস্য প্রফুল্য দেব সিংহ, মালগাঁ পঞ্চায়েত প্রধান আবু তাহের, কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধোপাধ্যায় সহ প্রমুখ।
উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, কালিয়াগঞ্জ থানা থেকে সাহেবঘাটার দূরত্ব বেশি হওয়ায় সেখানকার মানুষের ছোটখাটো সমস্যা জানাতে পারবেন পুলিশ সহায়তা কেন্দ্রে। এছাড়াও রাস্তা খারাপ, ট্র্যান্সফর্মা পুরে যাওয়ার মতো সমস্যার কথাও তাঁরা এখানে জানাতে পারবেন ।RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট