খবরইন্ডিয়াঅনলাইনঃ বিক্ষোভ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না বিতর্কে জড়িত সাংসদরা পদত্যাগ না করবেন। এই মন্তব্য করে সরাসরি প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। সোমবার সকালে বৈঠক সেরে বেরিয়ে তিনি বলেন, ”মন কি বাত-এর চ্যাম্পিয়ন মৌন ব্রত নিয়েছে”। এদিন সকালে দলের সব সাংসদদের সঙ্গে একটি বৈঠক ছিল তাঁর।
এদিন বৈঠকে সব সাংসদদের বক্তব্য শুনেছেন তিনি। এদিন সোনিয়া আরও বলেন, সবসময় সততা ও স্বচ্ছতার প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার সুযোগ ছাড়নে না মোদী। আর বিতর্ক তেরি হলেই তিনি চুপ। কংগ্রেস বিক্ষোভ ধামালে প্রধানমন্ত্রী সংসদে কথা বলবেন, এই সিদ্ধান্ত যে বাস্তবায়িত করা সম্ভব নয় একথা কার্যত বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী। এই অধিবেশনে সরকারকে অন্তত ১১ টি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে হবে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সুষমা স্বরাজ ও বসুন্ধরা রাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সংসদ অচল করে রেখেছে কংগ্রেস।