খবরইন্ডিয়াঅনলাইনঃ পাকিস্তান ১৬৩ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে। রবিবার এসব জেলেদের মুক্তি দেয়া হয়। সম্প্রতি রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে আলোচনার পর এ জেলেদের মুক্তি দেয়া হল। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, মুক্তি প্রাপ্ত ১৬৩ জেলের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে। তাদেরকে ওয়াগহা সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত মাসে রাশিয়ায় নরেন্দ্র মোদী ও নওয়াজ শরীফের মধ্যকার আলোচনার ফল হিসেবে এসব বন্দিদের মুক্তি দেয়া হয়েছে বলে মনে করছেন ভারতীয় কর্মকতারা।
গত মাসে রাশিয়ায় বৈঠককালে উভয় দেশের রাষ্ট্র প্রধানই বন্দি জেলেদের নৌকাসহ মুক্তির বিষয়ে একমত পোষণ করে। সেই ধারাবাহিকতায় এ জেলেদের মুক্তি দেয়া হয়।
সর্বশেষ তথ্য মতে, পাকিস্তানের কারাগারে ৩৫৫ ভারতীয় জেলে এবং ভারতের কারাগারে ২৭ পাকিস্তানি জেলে বন্দি আছে।