বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলায় বেহাল ৩৪ নম্বর জাতীয় সড়ক। বারাসত থেকে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার পূর্ণিয়া মোড় পর্যন্ত ৪৪৩ কিলোমিটার দীর্ঘ ৩৪ নম্বর জাতীয় সড়ক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার বুক চিরে চলে যাওয়া এই জাতীয় সড়কের গুরুত্ব অপরিসীম। কিন্তু দীর্ঘদিন ধরে ঠিকমত মেরামত না হওয়ায় উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে যাওয়া এই জাতীয় সড়কে খালখন্দ তৈরী হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পথচারী থেকে শুরু করে পরিবহণ চালকরা এই রাস্তা দিয়ে চলাচল করেন। ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে চলেছে। গর্তে গাড়ির চাকা পরে গাড়ির যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে। যারফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এই জাতীয় সড়কে। অথচ রাস্তা সংস্কারের ব্যাপারে জাতীয় সড়ক কর্তীপক্ষের হেলদোল চোখে পরেনা বলে অভিযোগ সাধারণ নাগরিক থেকে নিত্য যাত্রীদের। এলাকাবাসী ও পরিবহণ চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের হাল বেহাল হয়ে রয়েছে। মাঝেমধ্যে জোড়াতালি দিয়ে রাস্তা সংস্কার করা হলেও বর্ষাকালে ফের কঙ্কালসার চেহারা বেড়িয়ে পরে উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে চলা ৩৪ নম্বর জাতীয় সড়কে।
রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম বলেন, গোটা রাজ্য জুড়ে তৃনমূল সরকারের যা অবস্থা, সবই তো ফাঁকিবাজি। জাতীয় সড়কের অবস্থা চুরান্ত খারাপ। কাজের মানও খারাপ। টাকা আসছে কিন্তু সেই টাকার কাজ হচ্ছে না। মানুষের ভুগান্তি বাড়ছে।
উত্তর দিনাজপুর জেলায় বেহাল ৩৪ নম্বর জাতীয় সড়ক
শনিবার,০১/০৮/২০১৫
600