ডালখোলা পৌরসভার পৌরপতির বিরুদ্ধে অনাস্থা আনল বিক্ষুব্ধ তৃনমূল কংগ্রেসের কাউন্সিলরা


শনিবার,০১/০৮/২০১৫
717

বিকাশ সাহাঃ    ডালখোলা পৌরসভার পৌরপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিক্ষুব্ধ তৃনমূল কংগ্রেসের ৮ কাউন্সিলার। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ডালখোলা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল ১০ টি আসন, বামফ্রন্টেরর দখলে আসে ৪ টি আসন, তৃনমূল কংগ্রেস পেয়েছিল ২ টি আসন। কংগ্রেসি কাউন্সিলাররা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে চেয়ারের দখল নেয় তৃনমূল কংগ্রেস। শুক্রবার তৃনমূল কংগ্রেসের ৮ জন কাউন্সিলার পৌরপতি সুভাষ গোস্বামীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন ইসলামপুর মহকুমা শাসকের কাছে। পৌরসভায় উন্নয়ন না হওয়ার কারণে তাঁরা অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হয়েছেন বলে দাবী বিক্ষুব্ধ কাউন্সিলারদের।
ডালখোলা পৌরসভা পৌরপতি সুভাষ গোস্বামী বলেন, যারা উন্নয়ন চায় না, লুট করে খেতে চায়, তাঁরা চাইছে আমাকে সরিয়ে দিয়ে পৌরসভা লুট করে খেয়ে নিয়ে নিজেদের পেট বড় করবে। আমি রাজ্য ও জেলা নেতৃত্বকে এব্যাপারে জানিয়েছি। রাজ্য ও জেলা নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মাথা পেতে নেব।RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট