বিকাশ সাহাঃ শহরের সার্বিক উন্নয়ন সহ পৌরবাসীর দৈনন্দিন পরিষেবা উন্নয়নের দাবীতে এদিন বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেসের তরফ থেকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকারের হাতে ১০ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিন দুপুরে শহর তৃনমূল কংগ্রেসের কার্যালয় থেকে একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোব করে। এরপরেই শহর তৃনমূল কংগ্রসের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল, কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেস সভাপতি কমল ঘোষ সহ কয়েকশ তৃনমূল কংগ্রেস কর্মী।
তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন, শীঘ্রয় বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা, পৌরসভার অন্তর্গত তারা বাজারের পরিকাঠামো উন্নয়ন, শহরের জল নিকাশি ব্যবস্থার মাস্টার প্লান করা সহ মোট ১০ দফা দাবীতে এদিন পৌরপতিকে স্মারকলিপি দেওয়া হল। আগামী দিনে আমাদের দাবীগুলি মানা না হলে পৌরবাসীর স্বার্থে পৌরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবো।
কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেসের দাবীগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পৌরপতি অরুন দে সরকার।
কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেসের ডেপুটেশন
বৃহস্পতিবার,৩০/০৭/২০১৫
643