উল্টো রথের উৎসবে মাতল উত্তর দিনাজপুর জেলা


রবিবার,২৬/০৭/২০১৫
696

বিকাশ সাহাঃ    সারা দেশের সঙ্গে তাল মিলিতে উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হল উল্টো রথযাত্রা। এদিন জেলার বিভিন্ন ব্লকে সকাল থেকেই ফুলের মালা দিয়ে রথগুলিকে সাজিয়ে তোলা হয়। জেলার বিভিন্ন এলাকায় রথের দরি টানতে ভিড় জমান কয়েক হাজার মানুষ। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইসলামপুর সহ জেলার প্রতিটি ব্লকেই রথের দরি টানেন আবাল বৃদ্ধ বণিতা। জগন্নাথের প্রসাদ হিসেবে চিনি, বাতাসা, কলা জগন্নাথকে অর্পণ করেন ভক্তপ্রাণ মানুষজন। রথযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় বিশাল বিশাল মেলা বসে। কথাও আবার রথ যাত্রার প্রথম দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত চলছে মেলা।   RSCN7246

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট