বোরো নির্বাচন হল শিলিগুড়িতে


শনিবার,২৫/০৭/২০১৫
614

খবরইন্ডিয়াঅনলাইনঃ   পুর নিগমের বোরো কমিটির নির্বাচনে সিপিএম ও কংগ্রেস ২ টি করে ৪ টি এবং কংগ্রেস ১ টি করে বোরো কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। ১ নম্বর বোরো কমিটিতে সিপিএমের সিন্ধু হাজরা, ২ এ তৃনমুলের প্রবীর আগরওয়াল,৩ নম্বরে কংগ্রেসের সুজয়। ঘটক, ৪ এ সিপিএমের অসীম সাহা এবং ৫ নম্বর তৃনমুলের রঞ্জন শীল শর্মা বোরো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃনমুলের মন্ত্রী গৌতম দেব বলেন, কংগ্রেসের সাথে আঁতাত করে সিপিএম জিতেছে।যদিও মেয়র অশোক ভট্টাচার্জ্য বলেন,কোলকাতা কর্পোরেশনে তৃনমুলের মতো শিলিগুড়িতে একতরফাভাবে বোরো নির্বাচন হয়নি।এখানে উন্নয়ন করতে সবাইকে চলতে চাই।তাই সব দলের কাউন্সিলাররাই বোরো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।পুরনিগমের কার্য্যালয়ে নির্বাচনে সমস্ত কাউন্সিলার অংশ নেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট