রোনাল্ডো কোচ বেনিতেজকে বাজে মন্তব্য করলেন


শুক্রবার,২৪/০৭/২০১৫
608

খবরইন্ডিয়াঅনলাইনঃ    কিছুদিন আগেই অনুশীলনে সতীর্থ গ্যারেথ বেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ঝামেলায় জড়ালেন কোচ রাফায়েল বেনিতেজর সঙ্গে। শুধু ঝামেলায় জড়ানো নয়, অনুশীলন চলাকালীন রীতিমতো অপমান করলেন রিয়েল মাদ্রিদ কোচকে।

অনুশীলন চলাকালীন রোনাল্ডোর একটি গোল বাতিল করেন কোচ রাফায়েল বেনিতেজর এতেই চটে যান পর্তুগীজ় অধিনায়ক। এরপরই তিনি বেনিতেজর উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন। রোনাল্ডো বলেন, “ভিয়া কারালহো।” পর্তুগীজ ভাষায় কাউকে অপমান করা হলে এই কথাটি ব্যবহার করা হয়।

শুধু এখানেই শেষ নয়, অনুশীলনের শেষ দিকে বেনিতেজর ফুটবলারদের বারে বল মারার নির্দেশ দিলে আরও রেগে যান রোনাল্ডো। তিনি বলেন, “ম্যাচে আমাদের কাজ হল গোলে বল পাঠানো, বারে মারা নয়।” তারপর কোচ  বেনিতেজর উদ্দেশ্যে আবার অশ্লীল শব্দ প্রয়োগ করেন তিনি। রোনাল্ডোর সব আচরণ ও কথাবার্তা টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট