কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানালেন, চাষীদের আত্নহত্যার কারণ যৌন অক্ষমতা !


শুক্রবার,২৪/০৭/২০১৫
354

খবরইন্ডিয়াঅনলাইনঃ    চাষীদের আত্মহত্যার কারণ হিসেবে অভাব বা অনটনকে নয়, সম্পূর্ণ এক নয়া তত্ত্ব খাড়া করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। দেশ জুড়ে মোদী সরকার কৃষকদের স্বার্থের পরিপন্থী, রাহুল গাঁধীর এমন লাগাতার আক্রমণের মুখেই শুক্রবার নতুন এক অস্ত্র বিরোধীদের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ।

তিনি বলেন, ‘হয় তারা যৌন অক্ষম অথবা প্রেমজ সম্পর্কে ব্যর্থতার কারণেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন চাষীরা।’

শুক্রবার রাজ্যসভায় এমনই দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন রাধামোহন সিংহ বলেন, ‘চলতি বছরে দেশে ১৪০০ চাষি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ হিসেবে পারিবারিক সমস্যা, যৌন অক্ষমতা, প্রেমে ব্যর্থতাকে তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।’

ললিত মোদী কাণ্ড এবং ব্যপম কেলেঙ্কারির জেরে এমনিতেই ব্যাকফুটে মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর এমন বক্তব্যে বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা।

রাধা মোহন সিংহের বিরুদ্ধে শীঘ্রই নোটিস আনা হবে, বলে জানান জেডিউ-এর সাংসদ কে সি ত্যাগী। বিজেপি-র মতো আর কোনও দলই চাষিদের প্রতি এমন অসংবেদনশীল নয় বলে মন্তব্য করেন কংগ্রেস মুখপাত্র রাজ বব্বর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট