সত্যজিৎ চক্রবর্তীঃ কলকাতা প্রেস ক্লাবে হৈমন্তী শুক্লার রবীন্দ্র সঙ্গীতের গানের সিডি প্রকাশ হল। এই শুভ অনুষ্ঠানে সিডি উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। এই সিডিতে সঙ্গীত দিয়েছেন ঋষি কুমার চট্টোপাধ্যায়। সিডিটির নির্মাতা রাঘা মিউজিক। শেষে ব্রাত্য বসু বলেন, সিডির গানগুলি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে আমার আশা।
বিখ্যাত শিল্পী হৈমন্তী’র রবীন্দ্র সিডি উদ্বোধন হল
বৃহস্পতিবার,২৩/০৭/২০১৫
736