বিকাশ সাহাঃ কাঁচা রাস্তা সংস্কার করে পাকা রাস্তা তৈরী করার দাবীতে এদিন বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ৩ নম্বর নওদাঁ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটই প্রাথমিক বিদ্যালয়, পাটই চৈতন্য চরণ উচ্চ বিদ্যালয় ও পাটই স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলালেন শতাধিক গ্রামবাসী। তাঁদের অভিযোগ, রতিবাটি থেকে পাটই চৈতন্য চরণ উচ্চ বিদ্যালয় পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ার দরুন বর্ষার সময় এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়। কয়েকশ ছাত্র ছাত্রী সহ চাঁদবাড়ি, কৃষ্ণপুর, বিদিশোল, ঘাগরা গ্রামের কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। বর্ষার সময় কাঁচা রাস্তা বেহাল হয়ে পড়ার কারণে নিত্য দিন ছোট খাটো দুর্ঘটনা লেগেই আছে। পাকা রাস্তার দাবীতে ব্লক প্রশাসনকে বারবার জানানো সর্তেও কোন কাজ না হওয়ায় এদিন দুটি বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোব সামিল হতে বাধ্য হন গ্রামবাসীরা।
ঘটনার খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। উত্তেজিত জনতার সঙ্গে পুলিশ দীর্ঘক্ষণ কথা বলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ঘটনাস্থলে আসেন হেমতাবাদ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মণ্ডল। তাঁকে ঘিরে বিক্ষোব দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। শেষে হেমতাবাদ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে গ্রামবাসীরা এদিনের মতো আন্দোলন প্রত্যাহার করে নেন।
পাকা রাস্তার দাবীতে হেমতাবাদের দুটি বিদ্যালয় ও একটি স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলাল গ্রামবাসীরা।
বৃহস্পতিবার,২৩/০৭/২০১৫
630