নতুন হেলথ সেন্টার উদ্বোধন হল বেলেঘাটায়


বৃহস্পতিবার,২৩/০৭/২০১৫
839

সত্যজিৎ চক্রবর্তীঃ ২২ শে জুলাই বুধবার বেলেঘাটায় পোষ্ট অফিসের সংলগ্ন নতুন হেলথ সেন্টার উদ্বোধন হল। ISADOS ( Multi Spealist Clinc ) -এর উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শ্রীমতী ডাঃ চন্দ্রিমা ভট্টাচায, সৌরভ ঘোষ, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর। অনুষ্ঠানে ভাষণে মন্ত্রী বলেন, এমন একটি ক্লিনিক সত্যিই দরকার ছিল মানুষের কাছে, সেই জন্য তিনি এই ক্লিনিকের কর্মকর্তাদের প্রশংসা করেন। তিনি আরও বলেন আমি এনাদের পাশে থাকব। এই সংস্থা অন্যর থেকে আলাদা। ক্লিনিকের ডাইরেক্টর শ্রী কে.পি.মুখাজী বলেন, আমরা একটা সুস্থ ভাল পরিষেবা দিতে বদ্ধপরিকর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট