খবরইন্ডিয়াঅনলাইনঃ ললিত ইস্যুতে মুখ খুলবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বাদল অধিবেশনের ঠিক আগে এমনটাই জানাল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সুষমা স্বরাজ কথা বলার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, অনুমতি পেলে এবিষয়ে কথা বলতে রাজি সুষমা স্বরাজ। কিন্তু, এই বক্তব্যকে বিশেষ আমল দিতে রাজি নয় কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা টম ভাডাক্কান বলেন, ”সুষমা চাইলে কথা বলতেই পারেন। তিনি একজন মন্ত্রী। তাঁর জন্য কোনও কোড অফ কনডাক্ট নেই।” তবে পদত্যাগই কংগ্রেসের একমাত্র দাবি বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর বিদেশ যাওয়ার ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়েন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।