ছবি ধুম -৪ এ হৃতিক ও দীপিকা


সোমবার,২০/০৭/২০১৫
750

খবরইন্ডিয়াঅনলাইনঃ    বলিউডের আলোচিত ও ব্যবসাসফল ধুম ফ্রাঞ্চাইজির পরবর্তী ‘ধুম ফোর’ সিনেমায় মূল চরিত্র ভিলেনের ভূমিকায় কে অভিনয় করবেন, সে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল বলিউডে। এ ক্ষেত্রে সালমান খান কিংবা শাহরুখ খানের নাম শোনা যাচ্ছিল।

তবে সম্প্রতি জানা গেছে, শাহরুখ কিংবা সালমান নয়, ধুম সিরিজের আপকামিং সিনেমাটিতে আবারো দেখা যাবে হৃতিক রোশনকে। এর আগে ধুম টু-তে হৃতিককে মূল চরিত্র ভিলেনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। আদিত্য চোপড়া হৃতিকের কাজে এতটাই খুশি যে নতুন কাউকে নয় হৃতিককে নিয়েই ফের বাজি ধরছেন।

অন্যদিকে এবারের ধুম গার্ল হিসেবে দেখা যাবে দীপিকা পাড়–কোনকে। যশরাজ ফিল্মসের আপকামিং ধুম ফোর সিনেমার সৌজন্যে প্রথমবারের মতো আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে হৃতিক রোশন-দীপিকা পাড়–কোন জুটির। এষা দেওল, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফের পর ধুম গার্ল হিসেবে দীপিকা পাড়ুকোনকেই পছন্দ যশরাজ ফিল্মসের।

পুলিশের ভূমিকায় অভিষেক বচ্চন, উদয় চোপড়া ধুম ফোর-এও থাকছেন। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট