বিকাশ সাহাঃ আজ খুশির ঈদ । সারা দেশের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলাতেও সকাল সকাল ঈদের নামাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এদিন রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন ঈদগাঁয়ে কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষজন নামাজ শেষে একে অপরকে বুকে জড়িয়ে ধরে শুভেছা বিনিময় করেন। অপরদিকে এদিন ইসলামপুরের মেলার মাঠেও কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে নামাজ পড়ে নিজেদের মধ্যে শুভেছা বিনিময় করেন। ইসলামপুরে মেলার মাঠে নামাজ পড়েন রাজ্যের মন্ত্রী আব্দুল করিম চৌধুরী ।
রাজ্যের মন্ত্রী আব্দুল করিম চৌধুরী নামাজ শেষে বলেন, আজকে ঈদের খুশির দিন। এক মাস রোজা করার পর আজ ঈদের চাঁদ দেখবেন সকলে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের মানুষের কাছে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে চাইছি। পবিত্র ঈদ সকলের জন্য খুশি ও শান্তির বার্তা বহন করবে।
সারা দেশের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হল ঈদ উৎসব
শনিবার,১৮/০৭/২০১৫
651