খবরইন্ডিয়াঅনলাইনঃ ক্ষমতাসীন এনডিএ সরকারকে এক ইঞ্চি জমিও অধিগ্রহণ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসে ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারের ভূমি অধিগ্রহণ বিলের বিরোধিতা করতে রাজস্থানে পদযাত্রা করার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
বর্তমানে বিভিন্ন দুর্নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিশ্চুপ হয়ে থাকার তীব্র সমালোচনা করেন রাহুল। তিনি ‘ব্যাপম’ কেলেঙ্কারি এবং ললিত মোদি কেলেঙ্কারি ইস্যু প্রসঙ্গে বলেন, এক বছর আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, উনি দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। কিন্তু তিনি বলেননি যে, নিশ্চুপ হয়ে থাকবেন। তিনি তার প্রতিশ্রুতি ভুলে গেছেন।’
রাহুল গান্ধী বলেন, রাজস্থানে মুখ্যমন্ত্রীর স্তর পর্যন্ত দুর্নীতি পৌঁছে গেছে। কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে গরীব, কৃষক এবং আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে রাহুল বলেন,‘আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে, কংগ্রেস শুধু রাজস্থান নয়, বরং সারা দেশে বিজেপি এবং এনডিএ-র বিরুদ্ধে লড়বে। আমরা তাদের এক ইঞ্চি জমিও নিতে দেব না। আমরা এ নিয়ে কখনোই তাদের এগিয়ে যেতে দেব না।’
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ নীতির তীব্র বিরোধিতা করে যাচ্ছে কংগ্রেসসহ অন্যান্য দল। বিরোধীদের দাবি, প্রস্তাবিত ভূমি বিলে কৃষক, গরীব মানুষ বা আদিবাসীদের অধিকার খর্ব করা হয়েছে। এ ধরণের অভিযোগ ওঠায় এবং এ নিয়ে দেশ জুড়ে আন্দোলনের জেরে ভূমি বিল নিয়ে বিপাকে পড়েছে কেন্দ্র সরকার। সংসদে বিল পাস করাতে গিয়ে প্রবল বাধার মুখে পড়েছে তারা।
রাহুল গান্ধী আজ কৃষক এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ভয় পাবেন না। কংগ্রেস গরীব, কৃষক এবং শ্রমজীবিদের পার্টি। যখনই আপনারা অসুবিধায় পড়বেন, কংগ্রেস আপনাদের পাশে থাকবে।’