Categories: রাজ্য

কালিয়াগঞ্জের গাছ পাগলা নারায়ণ সরকারের কাহিনী

বিকাশ সাহাঃ    নিজের খেয়ে বনের মোষ ক জন তাড়ায় ? হয়ত বা তাই তাতে কোন ভ্রুক্ষেপ নেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের যোগীপুকুর গ্রামের বাসিন্দা নারায়ণ সরকারের। জীবনের অনেকটা বছর নীরবে নিভৃতে বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে চলেছেন নারায়ণ সরকার, যিনি ঐ এলাকায় “ গাছ পাগলা” বলেই পরিচিত । তাঁর কাজের ধরণ শুনলে অনেকেই চমকে যাবেন । লোকটার নেশা রাস্তার ধারে ধারে গাছ লাগানো । ষাটোর্ধ নারায়ণ বাবু বিনা পারিশ্রমিকে ২৫ বছর বয়স থেকে গাছ লাগিয়ে চলেছেন । এপর্যন্ত তাঁর হাতে ৫০ হাজারেরও বেশী চারা গাছ রোপণ হয়েছে । এর মধ্যে আম জাম, কাঁঠাল, লিচু ছাড়াও বট, অশ্বত্থ, কদম সহ নানা প্রকারের গাছ রয়েছে । কথায় বলে, দু এক জন ভালো মানুষের জন্য আমরা শ্বাস নিতে পারি । আর তাই এই এলাকা আজ সবুজে ভরে গেছে।

তাঁর কথায়, “দেশের প্রতিটি মানুষ দিনে ৩০ মিনিট করে সামাজিক কাজে হাত লাগালে দেশের চেহারাটাই বদলে যেতে পারে । “ তাঁর কথা শুনে অনেকেই মনে করতে পারেন , নারায়ণ বাবু কোনও রাজনৈতিক দলের কর্মী । কিন্তু, ভোটে দাঁড়ানো তো দুরের কথা নিজের ভোট টুকু দেওয়া ছাড়া রাজনীতির ধারে কাছে ঘেঁষেন না তিনি । ক্লাস থ্রি পর্যন্ত তিনি পড়াশুনা করেছেন । পেশাগত দিক থেকে তিনি একজন কৃষিজীবী । এদিন, তিনি সাংবাদিকদের বলেন, ২৫ বছর বয়স থেকে রাস্তার ধারে গাছ লাগানোর কাজ করি । আমার হাতে লাগানো অনেক গাছ এখনও রাস্তার ধারে রয়েছে । বিশেষ করে মনোহরপুর থেকে যোগী পুকুর যাওয়ার ৫ কিলোমিটার রাস্তার দুপাশে যত গাছ রয়েছে সবই আমার হাতে লাগানো । এছারাও আশেপাশের মনোহর পুর, রামকৃষ্ণ পুর সহ বালাস সংসদ এলাকায় অন্তত ৫০ হাজারেরও বেশী গাছ লাগিয়েছি । এগুলির মধ্যে অনেক গাছ এখনও বেঁচে রয়েছে অনেকগুলি আবার দুষ্কৃতীরা কেটে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে । কিন্তু আমার কাজ আমি করে যাচ্ছি । চোখের সামনে গাছ কাটা দেখলে আমি আর স্থির হয়ে থাকতে পারিনা। কোন কোন সময় তাঁদের সঙ্গে আমার ঝগড়াও হয়ে যায়। কখনো কখনো ভাবী কেন? কার জন্য আমি গাছ লাগাচ্ছি ? আবার সব ভূলে নিজের তাগিদে রাস্তার ধারে গাছ লাগাতে থাকি। আমি চাই আগামী প্রজন্ম যেন সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে পারে। শুধু নিজেই গাছ লাগানোর কাজ করে থেমে থাকেন না নারায়ণ বাবু। আশেপাশের বাসিন্দাদের গাছ লাগানোর জন্য রীতিমতো বুঝিয়ে বলেন , “একটি গাছ অনেক প্রান’’ । তাঁর ব্যাখ্যা একটি গাছ থেকে কলম করে হাজারের উপর চারা বানানো যায়। ফলে একটি গাছ থেকে সৃষ্টি হয় অনেক প্রাণ। গ্রামের বিভিন্ন গাছ থেকে কলম করার পাশাপাশি কালিয়াগঞ্জ শহরের অলি গলি ঘুরে ফেলে দেওয়া আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন বীজ সংগ্রহের সাথে সাথে তিনি ছোট ছোট গাছের চারা সংগ্রহ করে নিয়ে আসেন।

নারায়ণ বাবুর স্ত্রী অরুনা দেবী বলেন, বিয়ের পর থেকেই দেখছি ও কৃষিকাজ সেরে চলে যায় রাস্তার ধারে গাছ লাগানোর কাজে । ওঁর এটা নেশা, ভালো কাজ করছে তাই কোনোদিন বাধা দিইনি । গাছ লাগানোর নেশায় বাড়ির কাছেই ছোট একটা নার্সারি করে ফেলেছে সে । আগে মনোহরপুর কালি মন্দিরে ঐ নার্সারি ছিল । এখন বাড়িতেই সেটা করে ফেলেছে ।
তাঁর প্রতিবেশী , মধু সুদন রায় বলেন, ওঁকে অনেকদিন ধরেই রাস্তার ধারে গাছ লাগাতে দেখছি । গাছ লাগানোর পর সাইকেলে চেপে বালতি করে সেই গাছের গোঁড়ায় জল ঢালে , আশেপাশের গবাদি পশু যাতে সেই গাছ না খায় । সে জন্য বেড়া দিতেও দেখেছি ।এর জন্য কোনোদিন কারও কাছে হাত পাতেন নি তিনি । নিজের পকেটের টাকা দিয়েই দিনরাত এসব করে ও ! আমরা এসব নিজের চোখে দেখে ভালোবেসে ওঁকে বলি , “গাছ পাগলা’’ ।

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

3 days ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

3 days ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

3 days ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

3 days ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

3 days ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

3 days ago