অভিনেত্রী শিলা রামানি চৌয়াসাজি প্রয়াত


বৃহস্পতিবার,১৬/০৭/২০১৫
699

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    বলিউড অভিনেত্রী শিলা রামানি চৌয়াসজি, ৮০ বছর বয়সে অ্যালঝাইমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। গত কয়েক বছর ধরে অসুস্থ হয়ে বাড়িতেই থাকতেন তিনি। গত ২ দিন ধরে কোমায় ছিলেন শিলা। বর্তমানে পাকিস্থানের অন্তর্গত সিন্ধ প্রদেশে জন্মে ছিলেন তিনি। পঞ্চাশের দশকের অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছিলেন। তার উল্লেখ যোগ্য ছবি গুলি হল সুড়ঙ্গ(1953), তিন বাত্তি চার রাস্তা(1953),নকরি”(1954), ফান্টুস”(1956), , “রেলওয়ে প্লাটফর্ম”(1955),আনোখি (1956) ইত্যাদি। বর্তমানে রাহুল ও জুনিয়ার জাল চৌয়াসজি নামে তার দুই ছেলেকে ও অসংখ্য ভক্তদের রেখে গেলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট