বন্যার কবলে FCI -এর গোডাউন


মঙ্গলবার,১৪/০৭/২০১৫
676

মোল্লা জসিমউদ্দিন,মঙ্গলকোটঃ অল্প বর্ষাতে যে সব এলাকাগুলি বর্ধমান জেলায় প্লাবিত হয়, তাদের মধ্যে আউশগ্রাম ১নং ব্লক অন্যতম। বিগত তিন চার দিনে যে ভাবে বৃষ্টি হয়েছে তাতে গুসকারা পৌরসভার বেশ কিছু ওয়ার্ড এখনও জলমগ্ন। এরই মধ্যে কুনুর নদীর তীরে থাকা আউসগ্রাম ১নং এফসিআই গুদামে অবিরত জল ঢুকছে। তাতে প্রায় ১ লক্ষ বস্তা ( ৫ হাজার মেট্রিক টন ) চাল নষ্ট হওয়ার মুখে। ঠিক যেভাবে বনগাঁতে চাল নষ্ট হয়েছিল বর্ষার জলে। এলাকায় প্রশ্ন উঠেছে মাস ছয়েক আগে উদ্বোধন হওয়া এই সরকারী গোডাউনটি কেন কুনুর নদীর লাগোয়ায় নির্মাণ করা হল। প্রতিবছরই বন্যার প্রকোপ দেখা যায় যেখানে। স্থানীয় প্রশাসনের এহেন সিদ্ধান্ত নিয়ে নানা মত উঠছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট