রুমে গোপন ক্যামেরা, টেলি অভিনেত্রী ধরলেন !


সোমবার,১৩/০৭/২০১৫
637

খবরইন্ডিয়াঅনলাইনঃ    চেঞ্জিং রুমে জনপ্রিয় টেলি অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও শুট করার অভিযোগ উঠল ১ কস্টিউম ডিজ়াইনারের বিরুদ্ধে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মাধের একটি বাংলোতে। ওই অভিনেত্রী জানিয়েছেন, ৮ জুলাই রাত ৯ টা নাগাদ শুটিং শেষ হয়। তারপর তিনি চেঞ্জিং রুমে যান। সেখানে ডাস্টবিনের পিছনে একটি হ্যান্ডসেট রাখা ছিল। তিনি ভাবেন, কেউ হয়তো সেলফোন ভুলে চলে গেছেন। কিন্তু, ফোনটি হাতে নিয়ে তিনি দেখেন ফোনটি ভিডিও রেকর্ডিং মোডে রয়েছে। তিনি সেই ফোনের স্টোরেজে নিজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি দেখতে পান।

পরে আবদুল আনসারিকে জিজ্ঞাসা করলে জানা যায়, তিনি ফোনটি সেখানে চার্জে দিয়েছিলেন। কিন্তু সূত্রের খবর, সেই রুমে কোনও চার্জিং পয়েন্ট ছিল না। পরে অবশ্য তিনি দোষ স্বীকার করেন ও ক্ষমা চান। ওই অভিনেত্রীকে অনুরোধ করেন তাঁর বিরুদ্ধে যাতে কোনও অভিযোগ দায়ের না করা হয়। ক্ষমা চেয়ে তিনি সেই টেলিভিশন শোয়ের ম্যানেজারকে একটি চিঠিও লেখেন বলে জানা গেছে।

পুলিশে অভিযোগ জানালে গত শুক্রবার রাতে আবদুলকে গ্রেপ্তার করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট