রাজ্য সরকার জমি অধিগ্রহন না করলে গোটা পশ্চিমবঙ্গবাপী আন্দোলনে নামবে বিজেপি ; বললেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী


রবিবার,১২/০৭/২০১৫
663

বিকাশ সাহাঃ    উত্তরবঙ্গে এইমস স্থাপনের জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহন না করলে গোটা পশ্চিমবঙ্গবাপী আন্দোলনে নামবে বিজেপি। এদিন রবিবার রায়গঞ্জের অনশন মঞ্চে এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী। উল্লেখ্য উত্তরবঙ্গে এইমস স্থাপনের জন্য জমি অধিগ্রহনের দাবীতে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসেছেন বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী। রায়গঞ্জের বাসস্ট্যান্ড সংলগ্ন এমজি রোডের ধারে অস্থায়ী মঞ্চ গড়ে সেখানেই চলছে অনশন কর্মসূচী। এদিন অনশনের ষষ্ট দিনে শুভ্র রায়চৌধুরীর শারীরিক অবস্থা উদ্বেগজনক। তাঁকে দেখতে অনশন মঞ্চে আসেন বিশ্বপ্রিয় বাবু।
বিজেপির রাজ্য সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, উত্তরবঙ্গের মানুষের স্বার্থে অনশনে বসা বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী অনশনের ষষ্ট দিনেও রাজ্যের অমানবিক প্রশাসন শুভ্র বাবুর সঙ্গে কথা বলা কিংবা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার মত মানবিক কর্তব্য পর্যন্ত দেখান নি। ফলে এই রাজ্যের অমানবিক সরকার মানুষের কল্যাণ করতে পারবে না। আজকে আমি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলে খুবই ভাল। আর তা না হলে আমাদের জমি খুঁজতে বলেছেন তিনি। তারপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। রাজ্য সভাপতি রাহুল সিনহা আগামী ১৫ তারিখ অনশন মঞ্চে আসবেন বলে জানিয়েছেন। RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট