বিকাশ সাহাঃ বাস যাত্রীদের তথপরতায় শনিবার গভীর রাতে লক্ষাধিক টাকার গাঁজা সহ পাচারকারী দুই মহিলাকে আটক করলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুলিশ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের রাতের শিলিগুড়ি বালুরঘাট গামী বাসে গঙ্গারামপুর যাবার উদ্দেশ্যে ওই দুই মহিলা উঠেছিল। মহিলা দুজনকে দেখে যাত্রীদের সন্দেহ হলে তাঁরা বাসের কন্টাক্টরকে বাসটি ইসলামপুর থানায় নিয়ে যেতে বলে। যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ১১ কিলোগ্রাম গাঁজা সহ ঐ দুজন মহিলাকে আটক করে। ধৃত ওই দুই মহিলা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা পলি ঘাই ও হিলির বাসিন্দা মুক্তি দাস বলে ইসলামপুর থানা সুত্রে জানা গিয়েছে।
লক্ষাধিক টাকার গাঁজা দুই মহিলাকে আটক করলো ইসলামপুর থানার পুলিশ
রবিবার,১২/০৭/২০১৫
565