ট্রেন বাফারে ধাক্কা মারল শিয়ালদা স্টেশনে


রবিবার,১২/০৭/২০১৫
559

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    শিয়ালদা দক্ষিণ শাখার ১০ নম্বর প্ল্যাটফর্মে উঠে দাঁড়িয়ে পড়ল ১টি লোকাল ট্রেন। হতভম্ব উপস্থিত যাত্রী, ঘটনায় লাইনচ্যুত হয়ে যায় ২টি কামরা। বেশ ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির সামনের ৫টি কামরা। তবে ট্রেনটি ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। কারশেড থেকে আসছিল ট্রেনটি।  ট্রেনের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ, আর তার ফলেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।এদিন ট্রেনটি সোজা বাফারে গিয়ে ধাক্কা মারে আর তারপরই উঠে যায় প্ল্যাটফর্মে। ঘটনাস্থলে এসে পৌঁছন রেলকর্মী ও আধিকারিকরা। শুরু হয়েছে লাইন থেকে ট্রেনটি সরানোর কাজ। তবে, এই কাজে বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা। হাওড়ার  (টেকনিক্যাল) এস বরুয়া বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ট্রেনটির চালককে। এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়ে নি ট্রেন চলাচল স্বাভাবিকই রয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট