খবরইন্ডিয়াঅনলাইনঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রূপান্তরকামীদের জন্য আলাদা বোর্ড গঠন করল সরকার। শুক্রবার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভলপমেন্ট বোর্ডের উদ্বোধন করলেন রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। রূপান্তরকামীদের সমস্যা সমাধানে সক্রিয় হল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে রূপান্তরকামীদের উদ্দেশে গঠিত বোর্ডের চেয়ারম্যান শশী পাঁজা এই বোর্ডের উদ্বোধন করে বলেন “১৩ জন সদস্য নিয়ে এই বোর্ডটি গঠিত হয়েছে। রাজ্যে রূপান্তরকামীর সংখ্যা ৩০ হাজারেরও বেশি। শিক্ষা, চাকরি-সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁরা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। তাঁরা যাতে এই সমস্ত ক্ষেত্রে সঠিক সুগোয পান তার জন্যই এই বোর্ড। তাঁদেরকে দেওয়া হবে ভোটার কার্ডও। পাশাপাশি তাঁদের প্রতি সচেতনতা বাড়াতে জেলায় জেলায় ওয়ার্কশপও করা হবে বলে তিনি জানান”।
আলাদা বোর্ড গঠন করল সরকার রূপান্তরকামীদের জন্য
শনিবার,১১/০৭/২০১৫
551