দু’হাজার টাকায় কপ্টারে দিঘা


শুক্রবার,১০/০৭/২০১৫
567

অর্ণব মিশ্রঃ    রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, বেহালা যেতে হবে সেই হেলিকপ্টার চড়তে। সেখান থেকে উড়ে দিঘা। সড়ক পথে পৌঁছতে কলকাতা থেকে সময় লাগে চার-পাঁচ ঘণ্টা। সরকারের সিদ্ধান্ত অবশ্য পাকা। দিঘায় জরুরি ভিত্তিতে হেলিপ্যাড বানানোর কাজ চলছে।
দিঘার এক দিকের ভাড়া দু’হাজার টাকা। ১১ আসনের এই হেলিকপ্টারে বড় জোর ৭ জন যাত্রী নেওয়া যাচ্ছে। কারণ, তাঁদের মালপত্র ও জ্বালানি নিতে গিয়ে যত ওজন হচ্ছে, তাতে ১১ জন যাত্রী নেওয়া সম্ভব নয়। হিসেব অনুযায়ী, সপ্তাহে এক দিন দিঘা যাতায়াত করে ভাড়া মিলবে ২৮ হাজার টাকা। তা-ও যদি সাত জন যাত্রী পাওয়া যায়। দ্বিতীয়ত, সপ্তাহে শুধু রবিবার দিঘা যাবে ওই হেলিকপ্টার। প্রশ্ন উঠেছে, যিনি দু’হাজার টাকা খরচ ওই হেলিকপ্টারে দিঘা যাবেন, তিনি সে দিনই কি আরও দু’হাজার টাকা খরচ করে ফিরে আসবেন? না এলে হেলিকপ্টারে ফিরতে গেলে তাঁকে এক সপ্তাহ দিঘায় অপেক্ষা করতে হবে। সরকারি সূত্রের খবর, প্রয়োজনে সপ্তাহে একাধিক দিনও দিঘায় হেলিকপ্টার চালানো হতে পারে।487345_274541072678362_442502320_n

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট