জেল বন্দি এক আসামীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে।


বৃহস্পতিবার,০৯/০৭/২০১৫
557

বিকাশ সাহাঃ    জেল বন্দি এক আসামীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মৃত ঐ আসামীর নাম কানু মজুমদার (৫০)। পুলিশ সুত্রে জানাযায়, আব্দুলঘাটার বাসিন্দার বাসিন্দা কানু মজুমদার ধর্ষণের দায়ে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে থেকে তার ট্রায়েল চলছিল। মাঝে মধ্যেই তিনি অসুস্থতা বোধ করতেন। হটাত গত সাত ৭ ই জুলাই তিনি অসুস্থতা বোধ করলে জেল কর্তীপক্ষ তাঁকে সেদিন দুপুরে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন বুধবার রাতে সে মারা যায়। RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট