আবার প্রেমে ফিরলেন সলমন খান !


সোমবার,০৬/০৭/২০১৫
672

খবরইন্ডিয়াঅনলাইনঃ    আপাতত বিয়েতে রাজি নন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সলমন খান। কারণ তাঁর জীবনে প্রেম ফিরেছে। প্রেমেই মশগুল তিনি। সম্প্রতি ‘বজরঙ্গি ভাইজান’-এর একটি গান প্রকাশের অনুষ্ঠানে সাংবাদিকরা বিয়ের ব্যাপারে জানতে চাইলে তাঁর জবাব— “বিয়ে বাতিল… প্রেম ফিরে এসেছে।” এই কথায় চিন্তিত তাঁর অগণিত ভক্তের দল। তবে কি নতুন কারোর প্রেমে পড়েছেন সলমন? নাকি পুরোনো প্রেমই ফিরে এসেছে সলমন জীবনে?

বলিউডে তাঁর বিয়েটা যেন একটা ধোঁয়াশা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই সলমন জানিয়েছিলেন, “লাভ নয়, অ্যারেঞ্জড ম্যারেজই আমার পছন্দ” ।

সলমনের মুখে এমন কথা শুনে হৃদয় ভেঙেছিল তাঁর অনুরাগীদের। এর একশো আশি ডিগ্রি ঘুরে এদিন সালমান জানান, তাঁর জীবনে ফিরে এসেছে ভালোবাসা। তবে সে কে?  তা বলতে নারাজ ‘দাবাং’ খান। তবে তিনি যে প্রেমে পড়েছেন তা ভালোমতোই বোঝা যাচ্ছে। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্য, ক্যাটরিনা সবার সঙ্গে সলমন প্রেমের সম্পর্ক থাকলেও কারোর সঙ্গেই বন্ধনে আবদ্ধ হননি তিনি। তাহলে কি সলমন জীবনে শুরু হতে চলেছে নতুন কোনও প্রেম কাহিনি?

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট