তৃতীয় স্থানে ইংল্যান্ড, মহিলা ফুটবল বিশ্বকাপে


সোমবার,০৬/০৭/২০১৫
615

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ফারা উইলিয়ামসের পেনাল্টি গোলে জার্মানিকে হারিয়ে ফিফা নারী বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারায় ইংলিশরা।

 

কানাডায় অনুষ্ঠিত এ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১০৮ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে ইংল্যান্ডের নারী ফুটবলাররা। আর সে সুযোগকে কাজে লাগিয়ে জার্মানির জালে বল জড়ান ফারা উইলিয়ামস।

 

তবে, ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলেই রেখেছিল জার্মানি। ৫৪ শতাশ বলের নিয়ন্ত্রণ রেখে ম্যাচে একরকম প্রভাব বিস্তার করে জার্মানরা। ইংল্যান্ডের গোলবার লক্ষ্য করে সাতবার শট নেন তারা। পুরো ম্যাচে এগারোটি কর্নার পেলেও কোনো গোল আদায় করতে পারেনি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটি।

 

এ জয়ের ফলে বিশ্বমঞ্চে ৩১ বছর পর তৃতীয় হয়ে আসর শেষ করল ইংল্যান্ড। ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে জাপান এবং যুক্তরাষ্ট্র। ফাইনাল ম্যাচটি আগামীকাল সোমবার  অনুষ্ঠিত হবে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট