খবরইন্ডিয়াঅনলাইনঃ স্পিল্টস ভিলার এবছরও বসন্ত এসেছে সানির হাত ধরে। তবে এ বসন্তের কাটা এবার বিঁধছে সানির শরীরে। গত মরশুমের বিজয়ী পরস নাকি সানিকে বারবার বিরক্ত করে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, শ্যুটিং চলাকালীন পরস নিম্নমানের কৌতুক করে সানিকে মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। সানি প্রথমে ওই সব উপেক্ষা করার চেষ্টা করেন। কিন্তু পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। নিরুপায় সানি অনুষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হন। আর তাই স্পিল্টস ভিলার লঞ্চ অনুষ্ঠানে পরসকে ডাকেননি প্রোডাকশন হাউস।
পরস অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, স্পিল্টস ভিলার লঞ্চ অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু অসুস্থতার জন্য যেতে পারেননি। উল্লেখ্য, টিভি অভিনেত্রী সারা খানের প্রাক্তন বয়ফ্রেন্ড পরস।
3M Car wash Shampoo (500 ml) | High Foam for Deep Cleaning | Remove Tough Dirt | Safe on Paint | pH Neutral
₹313.00 (as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)(Refurbished) Dell Intel 6th Gen Core i5 Desktop (16GB RAM/1 TB HDD/128SSD /Windows 10 Pro/MS Office/Intel Integrated Graphics,Black)Optiplex 5040
Now retrieving the price.
(as of শুক্রবার,১৪/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)