বিকাশ সাহাঃ এদিন রবিবার কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির দ্বি-বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিমূলতলা এলাকায়। গীতাপাঠ ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে সকাল ৯ টা থেকে সম্মেলনের কাজ শুরু হয়। এই সম্মেলনে আগামী দু বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। সম্মেলনে পুরোহিত দের তরফ থেকে ৫১ জন দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অজিত তলাপাত্র, সম্পাদক বাসুদেব ব্যানার্জী সহ এলাকার তিনজন কাউন্সিলার গানেন্দ্র শঙ্কর মজুমদার, মঞ্জুরি দত্ত দাম, শিউলি সরকার সহ প্রমুখ। নতুন কমিটিতে কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি থাকলেন অজিত তলাপাত্র, নতুন সম্পাদক হলেন স্বপন মজুমদার। সম্মেলনে কালিয়াগঞ্জের পুরোহিতরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সংগঠনকে কিভাবে মজবুত করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনের সম্পাদক বাসুদেব ব্যানার্জী বলেন, উত্তরবঙ্গ ভিত্তিক পুরোহিতদের নিয়ে এই মাসের আট থেকে বারো তারিখ পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে কালিয়াগঞ্জে। সেখানে উত্তরবঙ্গের সমস্ত পুরোহিতদের আমন্ত্রন জানানো হয়েছে। পুরোহিতদের প্রশিক্ষণ দিতে কোলকাতা থেকে দুজন পণ্ডিত আসবেন।
কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির দ্বি-বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে
রবিবার,০৫/০৭/২০১৫
649