বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত ডালিমগাঁ গ্রামের কাঁটাহার এলাকায় রেলে কাটা পরে অজ্ঞাত পরিচিত এক বৃদ্ধার মৃত্যু হল। কখন, কোন ট্রেনে কাটা পরে ৭০ বছর বয়সী ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এদিন রবিবার সকালের আলো ফুটতেই রেল লাইনের উপর রেলে কাটা ঐ মহিলাকে দেখতে পান এলাকাবাসী। মৃতদেহ দেখতে রেল লাইনের ধারে ছুটে আসে বহু মানুষ। খবর পেয়ে জিআরপি এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।
কালিয়াগঞ্জে রেলে কাটা পড়ে মৃত এক অজ্ঞাত পরিচিত বৃদ্ধা
রবিবার,০৫/০৭/২০১৫
657