গ্রীসে গণভোট শুরু হল


রবিবার,০৫/০৭/২০১৫
712

খবরইন্ডিয়াঅনলাইনঃ     আজ গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। চলমান অর্থনৈতিক সংকট থেকে রেহাইয়ের লক্ষ্যে কঠোর শর্তের ঋণ দেশটি গ্রহণ করবে কিনা সে বিষয় সিদ্ধান্ত নিতে এ গণভোটের আয়োজন করা হয়েছে। ঋণ গ্রহণ করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দিবেন গ্রীসের প্রায় ৯৯ লাখ ভোটার।

গণভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছে মতামত জরিপ। শুক্রবার সর্বশেষ জরিপে উঠে এসেছে ‘হ্যাঁ’ এর পক্ষে ৪৪ শতাংশ এবং ‘না’ এর পক্ষে ৪৩ শতাংশ সমর্থনের বিষয়টি। গ্রীসের বাম সরকার ‘না’এতে ভোট দেয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু বিরোধীরা ‘হ্যাঁ’ পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে দাবি করছে, গণভোটে না জিতলে গ্রীসকে ইউরোজোন থেকে বের করে দেয়া হতে পারে।

এদিকে গ্রীসের অর্থমন্ত্রী ঋণদাতাদের সমালোচনা করে বলেছেন, তারা গ্রীসের সঙ্গে যে আচরণ করছেন তা হচ্ছে সন্ত্রাসবাদ।

স্থানীয় সময় সকাল সাতটায় এ গণভোট শুরু হয়েছে এবং সন্ধ্যার দিকে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট