বিকাশ সাহাঃ ধর্ষণ করে খুন করা হয়েছে আট বছরের শিশু কন্যাকে দাবী পড়িবারের। এদিন শনিবার সেই মৃত শিশু কন্যার পড়িবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্ত মিশ্র ছাড়াও মৃতার পড়িবারকে সমবেদনা জানাতে ভাগডুমুর গ্রামে যান রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য নেতা মানব মুখার্জী, জেলা সম্পাদক অপূর্ব পাল সহ প্রমুখ।
উল্লেখ্য সারাদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার বিকেলে পাঠক্ষেতে উদ্ধার হয় এক শিশুর মৃতদেহ। মৃত নন্দিনী সরকার স্থানীয় বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী । শিশুটি বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যায়। রায়গঞ্জের ভাগডুমুর গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুরের মেয়ে আট বছরের শিশুটিকে বিদ্যালয় ছুটি হবার পর থেকে পড়িবারের লোকেরা খুঁজে পাচ্ছিল না। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির ১০০ মিটার দূরে পাঠ ক্ষেতে শিশুটিকে পরে থাকে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ মৃতদেহটিকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুটিকে। পড়িবার ও প্রতিবেশীদের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে শিশুটিকে। কে বা কারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আস্তেই দোষীদের গ্রেপ্তারের দাবীতে শুক্রবার প্রায় সাড়ে তিন ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোব দেখিয়েছে পড়িবারের সদস্য ও গ্রামবাসীরা। ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরেও দোষীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।
রায়গঞ্জে এসে মৃত শিশু কন্যার পড়িবারের সঙ্গে দেখা করলেন সূর্যকান্ত মিশ্র
শনিবার,০৪/০৭/২০১৫
604